
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী জেনারেশন কাজী মো. খালেদ (কিউ এম খালেদ) গতকাল সোমবার রাত পৌনে ২টায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সৈয়দা ফরিদা বেগম, পুত্র কিউএম শাহেদ, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম কাজী মো. খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রকৌশলী কাজী মো. খালেদ ১৯৫৮ সালে সাবেক ইলেকট্রিসিটি ডাইরেক্টরেটের অধীনে ঢাকা বিদ্যুৎ সরবরাহে সহকারী প্রকৌশলী হিসেবে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি একজন দক্ষ প্রকৌশলী হিসেবে সুপরিচিত ছিলেন।