
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান সরকারকে ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে নিয়োগ দিয়েছেন। তার এ নিয়োগ চার বছরের জন্য কার্যকর হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রাপ্ত হন। দেশি-বিদেশি জার্নালে তার ২০টিরও অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।