
বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কে অবস্থান নিয়েছিলেন ইউরোজোন ফ্যাশনস নামে একটি গার্মেন্ট কারখানার কর্মীরা। প্রায় চার ঘণ্টা পর পুলিশের অনুরোধে সড়কটি ছেড়েছেন তারা। ট্রাফিক গুলশান বিভাগের ফেইসবুক পেইজে বলা হয়েছে, রাস্তা অবরোধকারী পোশাককর্মীরা রাস্তা ছেড়ে দিয়েছেন। যানবাহন চলাচল শুরু হয়েছে।
এর আগে দুপুর ১২টার দিকে বেতন-ভাতার দাবিতে কুড়িল বিশ্বরোডে সড়কের উভয় লেন অবরোধ করেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী। এতে বাড্ডা থেকে উত্তরাগামী এবং কুড়িল থেকে বাড্ডামুখি সড়কে (প্রগতি সরণি) যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও।