ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা

?আন্দোলনে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। গতকাল শুক্রবার বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ পুরস্কার ঘোষণা করা হয়। ফেসবুক পোস্টের মাধ্যমে পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কারের হার হিসেবে- পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা, চায়না রাইফেল ১ লাখ টাকা, এসএমজি ১ লাখ ৫০ হাজার টাকা, এলএমজি ৫ লাখ টাকা ও প্রতি রাউন্ড গুলি ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। ?এ অস্ত্রের তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত