
ফেনীতে পুলিশের সিগন্যাল দেওয়ার ঘটনায় তিন গাড়ির সংঘর্ষে একটি যাত্রীবাহী বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাসচালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- পাবনা জেলার সাতিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) ও যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে বাসের হেলপার মো. রফিক (৬০)।
পুলিশ জানায়, মহাসড়কের হাফেজিয়া এলাকার ঢাকামুখী লেনে একটি ট্রাক থানা পুলিশের নির্দেশে হঠাৎ করে থামানো হয়। এতে পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস ট্রাকের পেছনে ধাক্কা দেয়। পরে অপর একটি ট্রাক শ্যামলী পরিবহনের বাসে ধাক্কা দেয়। এসময় বাসে থাকা ১০-১৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলাম ও রফিককে মৃত ঘোষণা করেন।
আর বাসচালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মহিপাল হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশীদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন বাসযাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আবদুল কাইয়ুম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত কাইয়ুম রাঙামাটি জেলার মোহাম্মদ জয়নাল আবদিনের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজী দীঘি আরিফ ব্রিক ফিল্ডের সামনে সড়কের পাশে গাছে সজোরে ধাক্কা দেয় মিনি কাভার্ডভ্যান। এতে দুমড়ে-মুচড়ে কাভার্ডভ্যানের চালক ও লাইনম্যান যুবক গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যান চালক আবদুল কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। ফেনী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজীর দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।