ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সব বাধা অতিক্রম করে এই সরকার নির্বাচন সম্পন্ন করবে

বললেন শিল্প উপদেষ্টা
সব বাধা অতিক্রম করে এই সরকার নির্বাচন সম্পন্ন করবে

শিল্প ও গৃহায়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গণঅভ্যুত্থানের পর একটি সরকারের যে কাজগুলো করার ধরকার তা এই সরকার করেছে। এরমধ্যে নানা প্রতিকূলতা ও বিভিন্ন রকম ঘাতপ্রতিঘাত বাধা অতিক্রম করে জনগণের শক্তিতে বলিয়ান হয়ে যাচ্ছি। তাই সকল বাধা অতিক্রম করে, বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় এই সরকার আগামী ফেব্রুয়ারির নির্বাচন সম্পন্ন করবে। এই নির্বাচন সুষ্ঠু হবে। দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে সে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছে। অন্তর্বর্তীকালীন সরকার যেসব কাজ শুরু করেছে, জনগণের নির্বাচিত সরকার সেসব কাজ এগিয়ে নিয়ে যাবে। গতকাল রোববার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাট এলাকায় অবস্থিত আনন্দ শিপইয়ার্ডে তুরস্কের মালিকানাধীন নির্মিত কার্গো জাহাজ, হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত