ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না রাশিয়া’

‘পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় না রাশিয়া’

পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিশোধ নয় বরং শর্তসাপেক্ষে সহযোগিতাই চাইছে মস্কো। এমন কথাই বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি জানান, রাশিয়া সংলাপ ও সমমর্যাদার সহযোগিতায় আগ্রহী। একইসঙ্গে ইউক্রেন যুদ্ধের সমাধানে ‘মূল কারণ’ দূর করার আহ্বানও জানিয়েছেন ল্যাভরভ। গত সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গত সোমবার মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে ল্যাভরভ বলেন, রাশিয়ার কারও ওপর প্রতিশোধ নেওয়া বা ক্ষোভ উগরে দেওয়ার কোনো ইচ্ছা নেই। তার ভাষায়, ‘রাগ কিংবা প্রতিশোধের আকাঙ্ক্ষা এ দুটোই খারাপ।’ তিনি বলেন, ‘যখন আমাদের পশ্চিমা সাবেক অংশীদাররা হুঁশে ফিরবে এবং রাশিয়ার সঙ্গে কাজ করতে চাইবে, তখন আমরা তাদের ফিরিয়ে দেব না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত