ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোপালগঞ্জে বিএনপি নেতার মতবিনিময়

গোপালগঞ্জে বিএনপি নেতার মতবিনিময়

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার দুপুরে শহরের বেদগ্রাম এলাকায় তার অফিসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। দলীয় মনোনয়ন প্রত্যাশী এ তরুণ নেতা আশা করেন দেশের সর্বত্র তরুণদের জয় জয়কার। তিনি দীর্ঘদিন গোপালগঞ্জ-০২ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন। জনগণের আগ্রহ দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন। তিনি আশা করেন দেশের যে কোনো আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। দল সে বিষেয়ে তাকে তার কাজের মূল্যায়ন করবে এবং তাকেই গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। মতবিনিময় সভায় তিনি এই আসনের যুবকদের বেকারত্ব দূরীকরণ, কলকারখানা স্থাপন, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে কৃষিপ্রধান এলাকার আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলারও অঙ্গীকার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত