ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধার মৃত্যু

লাশ পৌঁছাল চট্টগ্রামে
আমিরাতে কারাবন্দি জুলাইযোদ্ধার মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের কারাগারে মৃত্যু হওয়া জুলাইযোদ্ধা আব্দুল হামিদের লাশ দেশে আনা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে বিমানের ফ্লাইট (বিএজি ১২৮) যোগে তার লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আব্দুল হামিদ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের গুজরা নোয়াপাড়া এলাকার আব্দুল ছালামের ছেলে। পরিবারের দাবি তিনি ২২ সেপ্টেম্বর আমিরাতের আবুধাবিতে কারাবন্দি অবস্থায় মারা গেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে লাশটি তার ছোট ভাই সোহেল এবং স্ত্রী কোহিনূর আক্তারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংচিং মারমা, বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, চট্টগ্রামের জেলা প্রশাসনের প্রতিনিধি। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গত ২১ এপ্রিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং এরপর থেকে তিনি আবুধাবি আল-সদর কারাগারে বন্দি ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত