
দুর্গাপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতি। এই প্রসঙ্গে মুখ খুলে বিতর্ক উসকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত রোববার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলেছেন তিনি। এই ঘটনায় এরইমধ্যে তিনজন গ্রেপ্তার হয়েছেন বলেও জানান তিনি। দুর্গাপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী এক প্রশ্নের প্রেক্ষিতে রাত সাড়ে ১২টায় ওই ছাত্রীর ক্যাম্পাসের বাইরে বেরোনো নিয়ে প্রশ্ন তোলেন। এক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, ‘মেয়েদের রাতে বাইরে বেরোতে না দেওয়াই ভালো। তাদের নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে। বেসরকারি মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে।
তাদের স্টুডেন্টদের দেখভাল (টেক কেয়ার) করার।’ মুখ্যমন্ত্রী এও বলেন যে, ‘বিভিন্ন রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে আসেন, তাদেরও আমি অনুরোধ করব, রাত্রিবেলা না-বেরোতে।