
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ (এএইউবি) এর ১৮তম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল একেএম মনিরুল বাহার। সভায় সভাপতি একাডেমিক কাউন্সিলকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক প্রাণকেন্দ্র হিসেবে আখ্যায়িত করে বলেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি মানবিক ও পেশাগত উৎকর্ষময় শিক্ষা পরিবেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক উৎকর্ষ নিশ্চিত করার লক্ষ্যে এএইউবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সভায় বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। এরমধ্যে রয়েছে পাঠ্যক্রম আধুনিকায়ন, গবেষণাভিত্তিক শিক্ষার সম্প্রসারণ এবং বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি। এসব উদ্যোগ এরইমধ্যে কার্যকরভাবে বাস্তবায়িত হয়েছে বলেও জানানো হয়।