
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আগামী ১৪ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) জানিয়েছে, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল একটি মামলা (মিসকেস বা বিবিধ মামলা) হয়েছে।