ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

আজ ফিরবেন শ্রেণিকক্ষে
আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে আজ মঙ্গলবার থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন খায়রুন নাহার লিপি। তিনি বলেন, ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি লিখিত বক্তব্যের মাধ্যমে আমাদের আশ্বাস দিয়েছেন। তারা বেতন কমিশনে প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন। পে কমিশন থেকে এটি চূড়ান্ত হলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। এটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একটি বড় বিজয়।’

খায়রুন নাহার লিপি বলেন, ‘যেহেতু প্রাথমিক শিক্ষেকদের ১১তম গ্রেডের বিষয়ে মন্ত্রণালয় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, সেহেতু আমরা এটিকেই প্রজ্ঞাপন হিসেবে ধরে নিচ্ছি। এটি আমাদের প্রাথমিক বিজয়। আমরা মন্ত্রণালয়ের আশ্বাসে আস্থা রেখে আমাদের সব কর্মসূচি প্রত্যাহার করব। একই সঙ্গে আমরা শ্রেণিকক্ষে ফিরব।’ এর আগে গত রোববার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন শিক্ষকরা।

এর আগে গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টায় অর্থ মন্ত্রণালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ১৭ জন শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষক প্রতিনিধিরা হলেন- মো. আবুল কাশেম, শামছুদ্দিন মাসুদ, খায়রুন নাহার লিপি, মাহবুবুর রহমান, আনোয়ারউল্লাহ, আনিচুর রহমান, শাহীনুর আল আমিন, শাহীনুর আক্তার, অজিত পাল, তপন মন্ডল, আনোয়ারুল ইসলাম তোতা, মোয়াজ্জেম হোসেন শামীম, মোস্তাফিজুর রহমান শাহীন, বিজয় কর্মকার, মনিরুজ্জামান মনির, নূরে আলম সিদ্দিকী রবিউল ও ছাবেরা বেগম। বৈঠক চলাকালে কর্মবিরতিতে থাকা আন্দোলনকারী শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত