ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এনএসইউ ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে স্মারক স্বাক্ষর

এনএসইউ ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে স্মারক স্বাক্ষর

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে, যৌথ গবেষণা ও শিক্ষাবিনিময়কে উৎসাহিত করতে এবং স্বাস্থ্যবিজ্ঞানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথ উদ্যোগ এগিয়ে নিতে গত সোমবার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুল আলম; প্রশাসন বিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ; গবেষণা ও উন্নয়ন বিষয়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান হাওলাদার; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নাহরিন আখতার; রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম; প্রক্টর ড. শেখ ফরহাদসহ বিভিন্ন অনুষদের ডিন এবং অন্যান্য অংশগ্রহণকারীরা। নর্থ সাউথ ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; রিসার্চ অসিফের পরিচালক ড. নরম্যান সোয়াজো; এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ড. সিনথিয়া ম্যাককিনি; গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনির উদ্দিন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর সহকারী পরিচালক ড. হাসানুজ্জামান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত