
হাই কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেইটের কাছে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির লাশের কয়েক টুকরো উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সেগুলো উদ্ধারের কথা জানান পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, পরিত্যাক্ত নীল রঙের দুটি ড্রাম দেখে সন্দেহ হয়। পরে খুলে দেখা যায়, একটিতে চাল অন্যটিতে মানুষের দেহের খণ্ডিত অংশ। লাশের মাথার অংশটুকু স্পষ্ট বোঝা যায়। মুখে দাঁড়িও রয়েছে। তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন ছিল বৃহস্পতিবার। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘লকডাউন কর্মসূচি’ ঘোষণা করে। ফলে এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। হাই কোর্টের সামনে ও পুরো এলাকাতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর কড়া নজরদারি চলে। এ অবস্থার মধ্যেই লাশ ও চালের ড্রাম দুটি হাই কোর্ট এলাকাতে পড়েছিল। দুপুরেও স্থানীয় লোকজন সেটি পড়ে থাকতে দেখেন। পরে সন্দেহ হলে তারা পুলিশ ডাকেন।