ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন দিবস উদযাপিত

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন দিবস উদযাপিত

‘সমন্বিত পুনর্বাসন চাই সম্মিলিত প্রচেষ্টা’ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উদ্যোগে পালিত হলো জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস ২০২৫। গতকাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। র‌্যালি উদ্বোধন করেন বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিএমইউর প্রো- ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, সোসাইটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এমএ শাকুর, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, বিএমইউর প্রক্টর ডা. শেখ ফরহাদ, সহকারী প্রক্টর ডা. মো. এরশাদ আহসান সোহেল, হাসপাতালের উপ-পরিচালক ডা. আবু নাছের প্রমুখ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত