ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আগামীর ছাত্ররাজনীতিতে ‘ভাইয়ের পলিটিকস’ থাকবে না : জাহিদুল

আগামীর ছাত্ররাজনীতিতে ‘ভাইয়ের পলিটিকস’ থাকবে না : জাহিদুল

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আমরা পূর্বে ভাই পলিটিকস দেখেছি। ভাইয়ের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে গিয়েছে। একাডেমিক লাইফ শেষ হয়ে গেছে, ক্যারিয়ারের সম্ভাবনা ছিল সেটাও নষ্ট করে ফেলেছে। আগামীর যে ছাত্ররাজনীতি, সেখানে ভাইয়ের পলিটিকস থাকবে না। সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, র‍্যাগিং কালচার থাকবে না। সকল ধরনের জুলুমণ্ডঅন্যায়-নির্যাতন বন্ধ করতে হবে। আমরা অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায়ের পক্ষে সব সময় থাকবো। গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছাত্রশিবিরের আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, আমাদের যে রাষ্ট্র সেটা সব সময় মুক্তি লাভ করে, কিন্তু দাসত্বের যে শৃঙ্খল, ফ্যাসিবাদের যে শৃঙ্খল, কলোনিয়াল রুমে এর যে শৃঙ্খল তা থেকে পুরোপুরি বের হতে পারে না। এর অন্যতম কারণ হচ্ছে ব্রিটিশদের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা। দাসত্বের যে শিক্ষা ব্যবস্থা সেখান থেকে আমাদের মন সব সময় দাসত্ব বোধ হয়ে থাকে। আমাদের মধ্যে যে স্বতন্ত্রবোধ তা আমরা তৈরি করতে পারিনি।

তিনি আরও বলেন, ছাত্রশিবির ৩০ দফা শিক্ষা সংস্কার জাতির সামনে উত্থাপন করেছে। আমরা দেখিনি এই দাবির পক্ষে সরকারের ভ্রুক্ষেপ করতে। শিক্ষা ব্যবস্থার মধ্যে যে আমূল পরিবর্তন দরকার ছিল, শিক্ষা ব্যবস্থায় যে বরাদ্দ দেওয়ার কথা ছিল তা আমরা সরকারকে করতে দেখি নাই। তাই আমরা দাবি করব ছাত্রশিবিরের ৩০ দফা শিক্ষা সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমরা মনে করি সরকার যদি এটা মেনে নেয় তাহলে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা তা পৃথিবীর বুকে উচ্চ মর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এদিন নবীনবরণের শুরুতেই শিক্ষার্থীদের নানা রকম উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও হল প্রভোস্ট, শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় সাড়ে তিন হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত