
রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আহত হয়েছেন। গত রোববার আনুমানিক রাত ১০টার দিকে হাউজিংয়ের সি ব্লক-এর ৩ নম্বর প্লটের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা রাসেদুল ইসলাম রাসেল জানান, রাত আনুমানিক ১০টার দিকে নবোদয় হাউজিংয়ের সি ব্লক-এর তিন নম্বর প্লটের ভেতর একটি দোকানে দাঁড়িয়ে পিঠা খাচ্ছিলাম। এ সময় রাস্তা থেকে প্লটের ভেতরে একটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে আমার পায়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় সিপ্লন্টারের আঘাত লাগে। পরে আমি ভয়ে এখান থেকে দৌড়ে আমার অফিসে চলে যাই।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, গভীর রাতে বিষয়টি জানতে পেরেছিলাম। কিন্তু তখন বাদীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। পরে বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাটি আমাদের থানা এলাকায় ঘটেছে। এই ঘটনায় বাদী থানায় অভিযোগ বা মামলা করতে চাইলে সেটি গ্রহণ করব।