
ঢাকার কেরানীগঞ্জে ডাকাত সন্দেহে রাজ্জাক শেখ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের দক্ষিণ ঢালীকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রাজ্জাক একই ইউনিয়নের মধুরচর গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্থানীয়দের অভিযোগ, রাত ৩টার দিকে রাজ্জাকসহ তিন-চারজন মৃত মালেক হাওলাদারের ছেলে হবি হাওলাদারের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে স্বর্ণালংকার লুটের চেষ্টা করলে পরিবারের সদস্য ও পরে গ্রামবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়।