ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আজারবাইজানের কাছে হারলেন আফঈদারা

আজারবাইজানের কাছে হারলেন আফঈদারা

ইউরোপের কোন দেশের সঙ্গে খেলার শখ মিটল বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজে ইউরোপের সেই আজারবাইজানই সেরা হল। আগের ম্যাচে মালয়েশিয়াকে তারা হারিয়েছিল। এবার তাদের শিকারে পরিণত হল স্বাগতিকরা। গতকাল মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে আজারবাইজান। জয়ী দলের হয়ে জাফরজাদা ও মনিয়া এসরা একটি করে গোল করেন। স্বাগতিকদের হয়ে এক গোল শোধ দেন মারিয়া মান্দা।

এএফবি লাতিন বাংলা সুপার কাপে অংশ নিতে বাংলাদেশে পৌঁছেছে ব্রাজিলের পঞ্চম স্তরের দল সাও বার্নার্দো ফুটবল ক্লাব। এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকায় আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ৫ ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। যেখানে অংশ নেবে ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের তিনটি দল। কাল দুপুরে ঢাকায় পৌঁছেই সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আজারবাইজানের খেলা দেখতে মাঠে হাজির হন এই ক্লাবের ফুটবলাররা।

আজারবাইজানের র‍্যাংকিং ৭৪। বাংলাদেশের (১০৪) চেয়ে তারা ৩০ ধাপ এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে ছিল না। আক্রমণ-প্রতি আক্রমণে ভালোই লড়েছে বাটলারের বাংলাদেশ। বিগত ম্যাচের মতো এই ম্যাচেও হাই-লাইন ডিফেন্স করেছেন আফিদারা। কয়েক বার আজারবাইজান বাংলাদেশের রক্ষণ ভেদ করলেও ডিফেন্ডাররা কাভারের চেষ্টা করেছেন। আবার কখনো অফসাইডের ফাদেও পড়েছে আজারবাইজান।

হামজা-জামালদের ম্যাচে স্টেডিয়ামে উপচে পড়া দর্শক থাকে। নারী দলের ম্যাচেও উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত