
এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (এনসিসিবি সিকিউরিটিজ), এনসিসি ব্যাংকের একটি সাবসিডিয়ারি কোম্পানি, এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর মধ্যে সম্প্রতি একটি ঋণ চুক্তি হয়েছে যার আওতায় এনসিসিবি সিকিউরিটিজ এর নিজস্ব পোর্টফলিওতে বিনিয়োগের লক্ষ্যে আইসিবি ২৫০ মিলিয়ন টাকার ঋণ অনুমোদন করেছে। এ ঋণ সুবিধা এনসিসিবি সিকিউরিটিজ-এর নিজস্ব পোর্টফোলিওতে বিনিয়োগে পুঁজিবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকার মতিঝিলিস্থ আইসিবি এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইসিবি-এর ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এনসিসিবিএসএফএসএল-এর পরিচালক এম. শামসুল আরেফিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর ও হস্তান্তর করেন।