ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এসএমই পণ্য মেলায় সোনালী ব্যাংকের অংশগ্রহণ

এসএমই পণ্য মেলায় সোনালী ব্যাংকের অংশগ্রহণ

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আট দিনব্যাপী ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৫ এ অংশ নিচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি। ৭ ডিসেম্বর রবিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও জেনারেল ম্যানেজার কাজী মো. মফিজুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরে এমডি অ্যান্ড সিইও ফিতা কেটে সোনালী ব্যাংকের স্টল উদ্বোধন শেষে প্যাভিলিয়ন পরিদর্শন করেন।

১৪ ডিসেম্বর পর্যন্ত মেলা চলাকালীন সোনালী ব্যাংকের স্টলে আগত গ্রাহক ও দর্শনার্থী থেকে উদ্যোক্তা বাছাই ও এসএমই ঋণ সংক্রান্ত সব রকমের তথ্য ও সেবা প্রদান করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত