ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শরিফ ওসমান হাদির কবিতা

আগুন কি আলো নয়
শরিফ ওসমান হাদির কবিতা

ওয়েস্টফেলিয়ায় এলো আধুনিকতা

ইউনিভার্সাল ডিক্লারেশনে মানবাধিকার

পশ্চিমা সূর্যে এলো রেনেসাঁর রূপসি রোদ

কলোনিতে আলোকায়ন এলো কিরণের নামে

তারপর তো শুধু সাম্য, মৈত্রী আর স্বাধীনতা!

প্রিন্স অব ওয়েলসে ঘোষণা হলো-

গণহত্যা গিলে খাবে না দুনিয়ারে আর

অতঃপর হলোকাস্টের হাঁপর নিভায়ে

শান্তির সুনামি আনল আটলান্টিক সভ্যতা!

এরপর? সত্তর বছর ধরে

তাফালের তুষ হলো প্রাচ্য

লাভায় লালশাক হয়ে গেল পুবের আকাশ

জেরুসালেম হয়ে গেল জল্লাদের জলসাঘর!

সভ্যতার এ শ্বেত শতাব্দীতে

গাজায় বারুদ নাচে উদ্দাম বিমানে

সহস্র সংসার হয়ে যায় প্রকাশ্য হিরোশিমা

চাম্বল পাতার মতো উড়ে যায় শিশুদের প্রাণ

মায়েরা খুলি কুড়িয়ে জোড়া দেয় ছিন্নভিন্ন মাথা

রক্তের ফিনকিতে ছিঁড়ে যায় আজরাইলের খাতা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত