ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

লালমনিরহাটে ভারতীয় জিরা, চিনি ও গাঁজা জব্দ

লালমনিরহাটে ভারতীয় জিরা, চিনি ও গাঁজা জব্দ

বিজিবির অভিযানে ভারতীয় জিরা, চিনি ও গাঁজা জব্দ করা হয়েছে। পৃথক দুটি অভিযানে এসব অবৈধ পণ্য জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন গোড়কমন্ডল বিওপির আওতাধীন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে সঙ্গে থাকা মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

অপরদিকে, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে লালমনিরহাট জেলার দিঘলটারী বিওপির আওতাধীন নামাটারি এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় বাইসাইকেলযোগে আসা দুইজন সন্দেহভাজন চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হলে তারা দুটি বাইসাইকেল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৩৮ কেজি ভারতীয় জিরা, ৫৫ কেজি ভারতীয় চিনি এবং ফেলে যাওয়া ২টি বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ভারতীয় গাঁজা ৪.২ কেজি (বাজার মূল্য ১৪ হাজার ৭০০ টাকা), ভারতীয় জিরা ১৩৮ কেজি (বাজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা), ভারতীয় চিনি ৫৫ কেজি (বাজার মূল্য ৬ হাজার ৬০০ টাকা) এবং ২টি বাইসাইকেল (বাজার মূল্য ১০ হাজার টাকা)। সব মিলিয়ে মোট বাজার মূল্য ১ লাখ ৬৯ হাজার ৩০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফ. কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে তথ্য সংগ্রহসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত