
আন্তর্জাতিক কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞানভিত্তিক শিক্ষার্থীদের অন্যতম সম্মানজনক বৈশ্বিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড সায়েন্সেস’ এর বাংলাদেশ শাখার উদ্যোগে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ৫ম ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২৫।
‘কৃষির নতুন দিগন্ত উন্মোচন: জলবায়ু পরিবর্তনের সঙ্গে টিকে থাকার জন্য তরুণদের নেতৃত্বে উদ্ভাবন ও কৃষি প্রযুক্তির ব্যবহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইয়াস গাকৃবি শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। অনুষ্ঠানের কী-নোট স্পিকার ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর মো. ইসরাফিল হোসাইন। ঐতিহাসিক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের ইয়াসের গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট পর্যায়ের দায়িত্বরত প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধা ওসমান বিন হাদীর স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়ায় আয়োজন করা হয়।