
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তার ওপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার ওপর হামলার মদদ দিয়েছে। সে সময় আমাদের সঙ্গে যা ঘটেছে, তার বিচার হলে ওসমান হাদি খুন হতেন না। এ সরকার ব্যর্থ বলে খুনি লুটেরা ওসমান হাদির ওপর হামলা করে তাকে হত্যার সাহস পেয়েছে।
শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে গত শনিবার গণঅধিকার পরিষদ আয়োজিত শোক র্যালি পূর্বক সমাবেশে এসব কথা বলেন নুর। এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নুরুল হক নুর বলেন, ওসমান হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। বামপন্থীরা আগে বলতো, আমরা এ দেশকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াইয়ে নিতে চাই না। এখন সেটা হয়েছে। এ সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে। বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ডাকসুর সাবেক এ ভিপি বলেন, এ সরকারের ব্যর্থতায় মব করে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা হয়েছে।