
রাজধানীর চকবাজারের চাঁদনীঘাট এলাকা থেকে আনুমানিক একদিন বয়সি এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই নবজাতককে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল জানান, খবর পেয়ে আজ দুপুরের পর চকবাজারের চাঁদনীঘাট এলাকায় একটি গলির ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো অচেতন অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান নবজাতকটি আর বেঁচে নেই।
এসআই আরও জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।