
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ‘জুলাই সনদের পক্ষে জনমত তৈরিতে’ আগামী ৯ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার বিকালে পুরানা পল্টনের কার্যালয়ে নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে দলটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বৈঠকে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শরিফ ওসমান হাদিসহ সকল হত্যায় জড়িত প্রকৃত খুনিদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’