ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ভালুকায় দীপু হত্যায় আরও ৬ আসামি গ্রেপ্তার

ভালুকায় দীপু হত্যায় আরও ৬ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মামলায় আরও ৬ আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। গতকাল ?বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত বুধবার দিবাগত মধ্যরাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

নতুন গ্রেপ্তারকৃতরা হলেন- তাকবির (২২), রুহুল আমিন (৪২), নূর আলম (৩৩), মো. শামীম মিয়া (২৮), সেলিম মিয়া (২২) ও মো. মাসুম খালাসী (২৩)। তারা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং ভালুকায় কর্মরত ছিলেন।

?অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত ৬ আসামি ঘটনার দিন কারখানার ভেতরে শ্রমিক ও কর্মচারীদের উসকানি দেয়। তারা স্লোগান দিয়ে উত্তেজনা ছড়িয়ে দেয় এবং দীপুকে চাকরি থেকে অব্যাহতি দিতে চাপ সৃষ্টি করে। ভিডিও ফুটেজ দেখে বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে ভালুকার জামিরদিয়া এলাকার ‘পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড’ কারখানায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসের ওপর হামলা চালায় উত্তেজিত জনতা। গণপিটুনিতে তার মৃত্যু হলে লাশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত