ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মগবাজারে ককটেল বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় মামলা

মগবাজারে ককটেল বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় মামলা

ঢাকার মগবাজারে ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার নামে এক তরুণের প্রাণহানির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাতিরঝিল থানায় নিহতের বাবা আলী আকবর মামলা করেন বলে এ থানার ওসি গোলাম মর্তুজা জানিয়েছেন। গত বুধবার সন্ধ্যার পর মগবাজার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে ককটেল বিস্ফোরণে ২০ বছরের ওই তরুণের প্রাণ যায়। ককটেলটি সিয়ামের মাথায় সরাসরি আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশের ধারণা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিচে ছুঁড়ে মারা হয়। ওসি গোলাম মর্তুজা বলেন, ‘হত্যা ও বিস্ফোরক আইনে মামলা হওয়ার পর থানা পুলিশ ছাড়াও গোয়েন্দা পুলিশের পাশপাশি অন্য সংস্থাও তদন্ত করছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। আমরা সিসিটিভি ভিডিও সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছি।’ সিয়ামের বাবা আলী আকবর পেশায় রিকশাচালক। তার দুই ছেলের মধ্যে বড় সিয়াম। গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়া এলাকায় হলেও প্রায় চার বছর ধরে ঢাকার নিউ ইস্কাটনের ‘দুই হাজার’ গলির একটি বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত