ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে

বললেন এনবিআর চেয়ারম্যান
জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন আমাদের তা বাস্তবায়ন করতে হবে। জুলাই যোদ্ধারা চোখে আঙ্গুল দিয়ে আমাদের সঠিক রাস্তা দেখিয়েছেন। আমরা এতদিন যে রাস্তায় ছিলাম তা ছিল ভুল, তাই এই ভুলের সংশোধন করতে হবে। তবেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারব। গতকাল শুক্রবার রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত স্বর্ণালী শতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। আব্দুর রহমান খান বলেন, আমরা সামাজিকভাবে যাদের সম্মান করার কথা তাদের সম্মান করি না, আর যাদের সম্মান করার কথা নয় তাদেরই সম্মান করি। ফলে সমাজের যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় আসতে পারেন না।

বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাবেক ছাত্র এবং অনুষ্ঠানের আয়োজক মো. আবু হান্নান লাভলুর ও আয়োজক ওমর ফারুক শাকিলের যৌথ সঞ্চালনায় এ সময় ভার্চুয়ালি বক্তব্য দেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মামুন আহমেদ, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এটিএম কামাল হোসেন, ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান মো. শামছুল আলম বুলবুল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্পাদক সাংবাদিক মাহমুদুল আলম, শিল্পপতি কামাল হোসেন, আনোয়ার হোসেন, ফেরদৌস আহমেদ শাহেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত