
রোববার থেকে নতুন শিক্ষাবর্ষ ২০২৬ এর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন উন্মুক্ত করা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে একযোগে প্রকাশিত হবে বাংলা ও ইংরেজি ভার্সনের মোট ৬৪৭টি পাঠ্যবই। এর ফলে বছরের শুরু হওয়ার আগেই পাঠ্যবই পড়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। শুক্রবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।