ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াতে যোগ দিলেন সদ্যবিদায়ী শিবির সভাপতি জাহিদুল

জামায়াতে যোগ দিলেন সদ্যবিদায়ী শিবির সভাপতি জাহিদুল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। গতকাল শনিবারজামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় তার সঙ্গে সাক্ষাতের পর তিনি দলের সমর্থক ফরম পূরণ করেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আমন্ত্রণে শনিবার তার বাসায় সাক্ষাৎ করেন জাহিদুল ইসলাম। সাক্ষাৎ শেষে আমিরের উপস্থিতিতেই তিনি জামায়াতে ইসলামীর সমর্থক ফরম পূরণ করেন। এ সময় জামায়াত আমির তাকে দোয়া করেন এবং সক্রিয়ভাবে জামায়াতে সময় দেওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে সদ্য বিদায়ী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি। ভাবছিলাম কয়েকদিন বিশ্রাম নেব, নিজের মতো থাকব, পরিবার ও আত্মীয়স্বজনদের সময় দেব। কিন্তু, আমির মহোদয়ের দাওয়াত খেতে গিয়ে আর সেটা হলো না।’

তিনি আরও বলেন, ‘আমির মহোদয় দাওয়াত করে ডেকে নিয়ে দলের সমর্থক ফরম ধরিয়ে দিয়েছেন। দোয়া করেছেন এবং সক্রিয়ভাবে জামায়াতে ইসলামীতে সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন।’ এ সময় তিনি একটি কবিতার পঙ্?ক্তি উল্লেখ করে বলেন, ‘নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফুটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের।’ ইসলামী আন্দোলনের পথ এমনই। আসলে এখানে অবসর বলে কিছু নেই।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে ২০২৬ মেয়াদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেন নূরুল ইসলাম সাদ্দাম। একই সঙ্গে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হন সিবগাতুল্লাহ। ওই সম্মেলনে বিদায় নেন সভাপতি হিসেবে গত এক বছর দায়িত্ব পালন করা জাহিদুল ইসলাম। ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত