ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খুলনা-৩ আসনে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

খুলনা-৩ আসনে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

খালিশপুর, দৌলতপুর, খান জাহান আলী ও আড়ংঘাটা এলাকা নিয়ে গঠিত খুলনা-৩ আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে ৯ জনের মনোনয়নপত্র বৈধ বলে প্রমাণিত হয়েছে এবং তিন জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের গতকাল বুধবার এ তথ্য জানান। ঋণখেলাপি এবং অন্যান্য অনিয়মের কারণে তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ মোল্লা, আবুল হাসনাত সিদ্দিক এবং আরিফুর রহমান মিঠু। তবে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত