ঢাকা বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের কমিটি

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড তদন্তে সাত সদস্যের কমিটি

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) আহ্বায়ক করে গঠন করা তদন্ত কমিটিকে আদেশ পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জেলা প্রশাসক (ডিসি) এম এ মান্নান সই করা এক আদেশে এমন তথ্য জানা গেছে। কমিটির অন্য সদস্যরা হলেন- কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক, পুলিশ সুপারের প্রতিনিধি, কোলপাওয়ারের ব্যবস্থাপক ও নিরাপত্তা প্রধান, মহেশখালীর ইউএনও এবং ফায়ার সার্ভিসের প্রতিনিধি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত