ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান

রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নেতৃবৃন্দ নওয়াব স্যার সলিমুল্লাহর ১১১তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও ফাতিহা পাঠ করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করেন। আপ বাংলাদেশের মুখপাত্র শাহরীন ইরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, মুসলমানদের শিক্ষা, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী নওয়াব স্যার সলিমুল্লাহ আজ নানা মহলে উপেক্ষিত। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক অবদান বিবেচনায় নিয়ে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত। সংগঠন আশাবাদ ব্যক্ত করেছে যে, আসন্ন নির্বাচনের মাধ্যমে গঠিত বিজয়ী সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কবর জিয়ারত ও ফাতিহা পাঠ অনুষ্ঠানে প্রধান সংগঠক নাঈম আহমাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম ও আহছান উল্লাহ, কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ নাসের ও সাইফুল্লাহ আল গালিব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. জসিম উদ্দিন এবং গণসংযোগ ও প্রচার বিভাগের সদস্য ইমরান হোসাইন রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ। নওয়াব স্যার সলিমুল্লাহ ১৯১৫ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন। পরদিন ১৭ জানুয়ারি সামরিক প্রহরায় তাকে ঢাকার বেগম বাজারে দাফন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত