
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল সোমবার দুপুরে ঢাকা মহানগর উত্তর কৃষক দলের উদ্যোগে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ জানুয়ারি ভোরে কেন্দ্রীয়সহ সারাদেশে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। একই দিন নয়া পল্টনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এবং ২০ জানুয়ারি বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে জাতীয় দৈনিকে জিয়াউর রহমানের ওপর ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। এরইমধ্যে জিয়াউর রহমানের ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছে দলটি।
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। রিজভী জানান, দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করবে। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী রাহাত আরা বেগম, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহানগর উত্তর কৃষক দলের সভাপতি আসজাদুল আরিশ ডলের সভাপতিত্বে ও শফিকুল রহমান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির আমিরুজ্জামান শিমুল, হায়দার আলী লেনিন, কৃষক দলের নাসির হায়দার, ওমর ফারুক শাফিন, টিএস আইয়ুব, মনিরুল ইসলাম রয়েল, ওবায়দুর রহমান টিপু প্রমুখ বক্তব্য রাখেন।