ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

শোকজ নোটিশের জবাব দিলেন নাহিদ-পাটওয়ারী

শোকজ নোটিশের জবাব দিলেন নাহিদ-পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী অবশেষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জারি করা শোকজের জবাব দিয়েছেন।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা জানান, গতকাল সোমবার বিকেল ২টার দিকে তাদের পক্ষ থেকে লিখিত জবাব জমা দেওয়া হয়। প্রথমে নাহিদ ইসলামের জবাব জমা দেওয়া হয়, পরে নাসীরউদ্দীন পাটওয়ারীর।

তারা জানান, নাহিদ ও পাটওয়ারীর প্রতিনিধিরা তাদের পক্ষে রিটার্নিং অফিসারের কাছে লিখিত ব্যাখ্যা পৌঁছে দেন।

জানা গেছে, জবাবপত্রে তারা শোকজ নোটিশ বাতিলের আবেদন করেছেন এবং কর্তৃপক্ষকে আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন না। রিটার্নিং অফিসারের কার্যালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, রিটার্নিং অফিসার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে জানান কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত