ইসরায়েলের সঙ্গে সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের রাজধানী তেহরানে ভয়ংকর পরিস্থিতিতে রয়েছেন বাংলাদেশিরা। সেখানে দূতাবাসের কর্মকর্তারাসহ ৪০০ বাংলাদেশি বসবাস করেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি আছেন। সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব?্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজখবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, অচিরেই যুদ্ধ বন্ধ হবার সম্ভাবনা না দেখলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে বাংলাদেশিরা ইরান ত্যাগ করা কঠিন। এদিকে, ইরানে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার আগে তাদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করছে দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ‘ফেরার আগে কাগজপত্র ঠিকঠাক করার সময় বাংলাদেশিরা যেন সেখানে থাকতে পারেন, সেজন্য তেহরানের দূতাবাস একটি আশ্রয়কেন্দ্র ভাড়া করার জন্য কাজ করছে।’ ইরানে অবস্থানরত বাংলাদেশিদের যোগাযোগ ও সহায়তার জন্য হটলাইন চালু করা হয়েছে। নম্বরগুলো হলো- +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নম্বরও (+৮৮০১৭১২০১২৮৪৭) চালু রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ৬০০ বাংলাদেশি রয়েছেন, যাদের মধ্যে শিক্ষার্থী, রোগী ও বিভিন্ন পেশার মানুষ আছেন। এর বাইরেও কয়েক হাজার বাংলাদেশি থাকতে পারেন, যারা কাগজপত্র ছাড়া সেখানে রয়েছেন। আজারবাইজান হয়ে ইউরোপে যাওয়ার জন্য তারা ইরানকে ট্রানজিট হিসেবে ব্যবহার করেন।