শিক্ষকসহ পাঁচটি পদের পদনাম পরিবর্তন করে আদেশ জারি করেছে সরকার। এতে সহকারী শিক্ষক পদের পদনাম হবে শিক্ষক। গত ২ জুলাইয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত অফিস আদেশটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। আদেশে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত মে মাসের সমন্বয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সহকারী জেলা শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং সহকারী শিক্ষক পদের নামপদ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে জানানো হয়, সহকারী জেলা শিক্ষা অফিসারের পরিবর্তিত পদনাম হবে অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা পরিবর্তিত হয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার পরিবর্তিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক পরিবর্তিত হয়ে সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়), সহকারী শিক্ষক পরিবর্তিত হয়ে পদনাম করা হয়েছে শিক্ষক।