ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আট জিবি র‌্যামের ফোন ৬ হাজারে

আট জিবি র‌্যামের ফোন ৬ হাজারে

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে এসেছে একাধিক দারুণ অফার। বিশেষ করে যারা ৬৫০০ রুপির মধ্যে শক্তিশালী পারফরম্যান্স ও ভালো ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য এই সেল একদম উপযুক্ত। মাত্র ৫৯৯৯ রুপি থেকে শুরু হওয়া কিছু ফোনে রয়েছে আট জিবি পর্যন্ত রাম (ভার্চুয়াল র‌্যামসহ), বড় ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি। তালিকায় রয়েছে লাভা, রিয়েলমি এবং স্যামসাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ড। চলুন দেখে নেওয়া যাক কোন ফোনে কী সুবিধা আছে।

Lava Bold N1: অ্যামাজনের এই বিশেষ সেলে তালিকার সবচেয়ে সস্তা ফোন Lava Bold N1, যার দাম মাত্র ৫৯৯৯ রুপি। ফোনটিতে রয়েছে ৪এই র‌্যাম ও ৬৪এই স্টোরেজ, পাশাপাশি ৪এই ভার্চুয়াল র‌্যাম, ফলে মোট র‌্যাম দাঁড়ায় ৮এই। ব্যাংক অফারে গ্রাহকরা ৫৯৯.৯০ রুপি পর্যন্ত ছাড় পেতে পারেন, সঙ্গে রয়েছে ২৯৯ রুপি ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারে ৫৬৫০ রুপি পর্যন্ত সুবিধা।

ফোনটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির HD+ ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট সমর্থন করে। ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি থাকায় এটি এন্ট্রি-লেভেল ব্যবহারকারীদের জন্য শক্তিশালী প্যাকেজ।

Realme Narzo 80 Lite 4G : যারা আধুনিক ডিজাইনের সঙ্গে শক্তিশালী ব্যাটারি চান, তাদের জন্য Narzo 80 Lite 4G ভালো পছন্দ। ফোনটিতে রয়েছে ৪এই জঅগ ও ৬৪এই ইন্টারনাল স্টোরেজ, এবং অ্যামাজনে দাম ৬২৯৮ রুপি। ফোনের সঙ্গে মিলছে ১৫০ রুপি ব্যাংক ডিসকাউন্ট, ৩১৪ রুপি পর্যন্ত ক্যাশব্যাক, এবং ৫৯৫০ রুপি এক্সচেঞ্জ অফার। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো ৬৩০০ mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় ধরে ফোন চালাতে সক্ষম। এছাড়াও, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে স্ক্রলিং ও গেমিং অভিজ্ঞতাকে আরও স্মুথ করে।

Samsung Galaxy M05 : তালিকার তৃতীয় ফোন Samsung Galaxy M05, যার দাম ৬২৪৯ রুপি। ফোনে রয়েছে ৪এই RAM এবং ৬৪এই স্টোরেজ, যা RAM Plus ফিচার ব্যবহার করে ৮এই পর্যন্ত বাড়ানো যায়। ফোনে ৬.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি রয়েছে 5000mAh, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। ক্যাশব্যাক হিসেবে পাওয়া যাবে ৩১২ রুপি, এবং এক্সচেঞ্জ অফারে সর্বাধিক ৫৯০০ রুপি ছাড়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত