ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

শাহজালালে আগুনের তদন্ত প্রতিবেদন শিগগির

জানালেন উপদেষ্টা
শাহজালালে আগুনের তদন্ত প্রতিবেদন শিগগির

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তদন্ত কার্যক্রম চলমান আছে। সরকার তদন্ত কার্যক্রম শেষে রিপোর্ট প্রকাশ করবে।’ গতকাল বৃহস্পতিবার সকালে ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ষষ্ঠ জাতীয় নারী বেসবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন বলেন, ‘তুরস্ক থেকে আট সদস্যের একটি বিশেষজ্ঞ দল তদন্ত কাজে সহযোগিতা করার জন্য এসেছিলেন। আজই (বৃহস্পতিবার) তারা দেশে ফিরে গেছেন। আগামী ২ থেকে ৩ দিনের মধ্য তাদের প্রতিবেদন পাওয়ার আশা করছি।’ তাদের প্রতিবেদনই মূল প্রতিবেদন নয় মন্তব্য করে তিনি বলেন, ‘উনাদের (তার্কিশ বিশেষজ্ঞ দল ) প্রতিবেদন মূল নয়, আমাদেরটাই মূল প্রতিবেদন হবে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।’ আরেক এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘বিকল্প উপায়ে এখন আমদানি পণ্য খালাস চলছে। দ্রুতই স্বাভাবিক হবে কার্যক্রম।’

এর আগে গেল রোববার বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনার কারণে অনুসন্ধানে ঢাকায় আসে তুরস্কের আট সদস্যের বিশেষজ্ঞ দল। এরপর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে বৈঠক করেছে দলটি।

গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে লাগা আগুন ওইদিন রাত ৯টায় নিয়ন্ত্রণে আসার পর শুরু হয় বিমান চলাচল। তবে পুরোপুরি নেভাতে লেগে যায় ২৭ ঘণ্টা। ওই অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইএবি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত