
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে নিহত যুবদল নেতাসহ বিএনপির ৩ নেতাকর্মী হত্যা মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৫৪৯ নেতাকর্মীর নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ। গত রোববার রাতে মামলার তদন্তকারী অফিসার শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পৃথক ৩ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ৫৪৯ নেতাকর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এ মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হুকুমের আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবীর বিন আনোয়ার, জেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাবেক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, যুগ্ম সম্পাদক সাবেক এমপি জান্নাত আরা হেনরী, সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, আওয়ামী লীগ নোত অ্যাডভোকেট আব্দুর রহমান, যুবলীগ নেতা রাশেদ ইউসুফ জুয়েল, একরামুল হক প্রমুখ।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ব্যাপারে ২২ আগস্ট রাতে তাদের পরিবারের পক্ষ থেকে ৪৬৩ জনের নাম উল্লেখ করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৯০০ নেতাকর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল সোমবার এ মামলার শুনানির তারিখও নির্ধারিত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।
প্লট বরাদ্দে জালিয়াতি : হাসিনাসহ ১২ জনের দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করেছেন আদালত। এই মামলায় ২৯ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়াকে জেরা করেন আসামি খুরশীদ আলমের আইনজীবী শাহিন উর রহমান। তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হওয়ায় আইনানুযায়ী আদালত আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেন। দুদক-এর পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদক-এর উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক-এর সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।
শেখ হাসিনা ছাড়াও মামলায় অপর আসামিরা হলেন— জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউক-এর সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউক-এর সাবেক সদস্য শফি উল হক, খুরশীদ আলম, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), উপ-পরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব শহিদ উল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।