ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাশকতার চেষ্টায় আ.লীগের দেড় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতার চেষ্টায় আ.লীগের দেড় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার চেষ্টায় ঢাকাসহ সারাদেশে আরও দেড় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ তথ্য জানা গেছে। নারায়ণগঞ্জে যান চলাচল ‘স্বাভাবিক’, ১২ ঘণ্টায় ‘আওয়ামী লীগের’ ২৭ জন গ্রেপ্তার : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত জেলাজুড়ে অন্তত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য। এর আগের ৩৬ ঘণ্টায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া কিছু ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

ঢাকায় আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী গ্রেফতার : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত। তবে তাদের বিস্তারিত নামণ্ডপরিচয় জানানো হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ১০ থেকে ১৩ নভেম্বর সারাদেশে তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

আ’লীগের চেয়ারম্যানসহ তিনজনকে পুলিশে দিলো বিএনপি নেতাকর্মীরা : ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগে নেতা ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান প্রতীক তালুকদারসহ ২ জনকে পুলিশে দিয়েছে বিএনপি নেতাকর্মীরা। ‘লকডাউন’ কর্মসূচিতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ভাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএফএম রেজা ফয়েজের বাড়ির সামনে থেকে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সকালে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী শুয়োদি এলাকা ও জয়বাংলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শুয়োদী এলাকায় নেতৃত্ব দেন আওয়ামী নেতা হান্নান, আর নগরকান্দা অংশে নেতৃত্ব দেন চরদোশোরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রতীক তালুকদার। তারা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে ইউপি চেয়ারম্যান প্রতীক তালুকদার ও তার দুই সহযোগী ইব্রাহিম ও আকরাম হোসেন মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করার সময় ভাঙ্গা উপজেলার সীমান্ত এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে আটক হন। বিএনপি নেতারা তাদের ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আটক তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি নেই। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ভৈরবে নাশকতার চেষ্টাকালে জনতার হাতে যুবক আটক : ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর এলাকার সড়কে নাশকতার চেষ্টার অভিযোগে কবির (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কবির মিরারচর এলাকার হাল্লার বাড়ির মন্নাফ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে গতকাল বৃহস্পতিবার সকালে মিরারচর এলাকায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়ার চেষ্টা করেন কবির। একপর্যায়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করে। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক এসআই এমদাদুল কবির জানান, আটককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে সড়কে নাশকতার চেষ্টা করছিল। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই জানানো যাচ্ছে না। এই ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সাভারে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী গ্রেফতার : আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সাভারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন। সাভার, আশুলিয়া ও ধামরাই থানা পুলিশ জানায়, আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ৪২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ৫ জন ও ধামরাই থানায় তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, গতকাল (বুধবার) থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, আশুলিয়া থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

লালমনিরহাটে বিশেষ অভিযানে আ’লীগ-ছাত্রলীগের ১৭ নেতাকর্মী গ্রেফতার : লালমনিরহাটে গত দুই দিনের বিশেষ অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন এলাকায় ১১ ও ১২ নভেম্বর এই অভিযান চালানো হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পূর্বের সন্ত্রাসবিরোধী ও নাশকতা আইনে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে এই ১৭ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলা থেকে ৪ জন, পাটগ্রাম থেকে ১ জন, হাতীবান্ধা থেকে ৬ জন, কালীগঞ্জ থেকে ২ জন এবং আদিতমারী উপজেলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৮ জনের পরিচয় পাওয়া গেছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, সন্ত্রাসবিরোধী আইনে এদের সংশ্লিষ্টতা এবং মামলা রয়েছে। তাই তাদের বিশেষ অভিযানে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

জামালপুরে আ.লীগ-যুবলীগের ৮ নেতা গ্রেফতার : জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে বুধবার দিবাগত সারারাত ধরে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১২ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন। অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত