ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ নিয়ে সংশয় কেটে গেছে’

‘প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ নিয়ে সংশয় কেটে গেছে’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছি। জুলাই সনদ বাস্তবায়ন কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও প্রধান উপদেষ্টার ভাষণে সংশয় অনেকটাই কেটে গেছে। গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে বিভাজনই জাতীয় নির্বাচন ভণ্ডুলের কারণ হতে পারে। তবে আমরা মনে করি, এই সময়ে এসে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনই সঠিক সিদ্ধান্ত। তার মতে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সবার মতামতকেই গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন প্রশ্নে সব দলকে এক থাকা জরুরি।

নুর বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ। তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা দেশজুড়ে নাশকতা চালাচ্ছে। তাই এ বিষয়ে সব দলকে সতর্ক থাকতে হবে।

সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত