
লবঙ্গ একটি সুপরিচিত মসলা। খাবারের স্বাদ বৃদ্ধি পাশাপাশি এটি ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে এর। লবঙ্গ কেন খাবেন? এর উপকারিতা কী? বেশি লবঙ্গ খেলে কী হয়- জানুন এই প্রতিবেদনে-
লবঙ্গের পুষ্টিগুণ : লবঙ্গ ছোট হলেও এতে অসংখ্য উপকারী পুষ্টি উপাদান রয়েছে। এই মসলায় যেসব পুষ্টি উপাদান রয়েছে সেগুলো হলো-
ভিটামিন সি : এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন কে : এই ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফাইবার : লবঙ্গতে থাকা ফাইবার হজমপ্রক্রিয়া উন্নত করে। অ্যান্টি অক্সিডেন্ট (ইউজেনল) : দেহ থেকে টক্সিন বের করে। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম : এই উপাদানগুলো হাড়ের গঠন মজবুত রাখে। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান : শরীরের প্রদাহ কমায়।
খালি পেটে লবঙ্গ খাওয়ার উপকারিতা : অনেকেই সকালে খালি পেটে লবঙ্গ খাওয়ার পরামর্শ দেন। এটি স্বাস্থ্যের জন্য উপকারী। তবে তা খেতে হবে পরিমিত মাত্রায়। খালি পেটে লবঙ্গ খেলে কী কী উপকার মিলবে চলুন জেনে নিই-
হজমশক্তি বাড়ায় : হজমের জন্য লবঙ্গ খুবই উপকারী। এতে থাকা এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। গ্যাস, বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। খালি পেটে লবঙ্গ খেলে পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের সমস্যা কমে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : লবঙ্গে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ঠান্ডা-কাশি, সংক্রমণ এবং বিভিন্ন ভাইরাসজনিত রোগ প্রতিরোধে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণে রাখে : খালি পেটে লবঙ্গ খেলে বাড়ে বিপাক হার (মেটাবলিজম)। ফলে ক্যালরি দ্রুত পুড়ে এবং ওজন কমতে সাহায্য করে। এটি চর্বি কমানোর পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণেও কার্যকরী ভূমিকা রাখে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে : রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লবঙ্গ। এটি ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
দাঁত ও মুখের স্বাস্থ্যের উন্নতি করে : লবঙ্গে থাকা শক্তিশালী জীবাণুনাশক উপাদান মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের ব্যথা কমায়। এতে ইউজেনল নামক যৌগ থাকে যা দাঁতের ব্যথা উপশম করে এবং দাঁতের সংক্রমণ প্রতিরোধ করে। লবঙ্গ মুখের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে ওরাল হাইজিন ভালো রাখে।
শরীরের প্রদাহ কমায় : অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে সমৃদ্ধ লবঙ্গ শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে। এটি গাঁটের ব্যথা এবং বাত রোগের উপশমেও কার্যকর।
লিভার পরিষ্কার রাখে : লিভারের জন্য উপকারী এই মসলাটি। এটি লিভারে টক্সিন জমতে দেয় না এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায়। যারা নিয়মিত ফাস্টফুড খান, তাদের জন্য খালি পেটে লবঙ্গ খাওয়া উপকারী হতে পারে।
শরীরে শক্তি জোগায় : খালি পেটে লবঙ্গ খেলে শরীরে শক্তি ও কর্মক্ষমতা বাড়ে। এটি শরীরকে চাঙা রাখে এবং অলসতা দূর করে।
অতিরিক্ত লবঙ্গ খাওয়ার অপকারিতা-
যদিও লবঙ্গের অনেক উপকারিতা আছে, তবে এই মসলাটি খেলে কিছু ক্ষতিও হতে পারে। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই-
অতিরিক্ত অ্যাসিডিটি : লবঙ্গ শক্তিশালী হওয়ায় এটি অতিরিক্ত খেলে পাকস্থলীতে গ্যাস, অম্বল বা বুক জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে।
রক্তপাতের ঝুঁকি বাড়ায় : লবঙ্গ রক্ত পাতলা করার কাজ করে। তাই যারা ব্লাড থিনার ওষুধ (যেমন অ্যাসপিরিন) গ্রহণ করছেন, তাদের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে।
অ্যালার্জি বা ত্বকের সমস্যা : কিছু মানুষের ক্ষেত্রে লবঙ্গ খেলে অ্যালার্জি হতে পারে, যেমন ত্বকে র্যাশ, চুলকানি বা লালচে দাগ ইত্যাদি দেখা দিতে পারে।
খালি পেটে লবঙ্গ খাওয়ার নিয়ম : প্রতিদিন ২-৩টি লবঙ্গ খাওয়া নিরাপদ। অতিরিক্ত খেলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। এজন্য খালি পেটে ১-২টি লবঙ্গ চিবিয়ে খান এবং কিছুক্ষণ পর হালকা গরম পানি পান করুন। চাইলে গরম পানিতে লবঙ্গ ভিজিয়ে রেখে সেই পানি পান করতে পারেন। মধু ও লবঙ্গ একসঙ্গে খেলে ঠান্ডা-কাশির সমস্যা দূর হয়।