
হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন নতুন সুবিধা আনে। এবার চ্যাটিং অভিজ্ঞতাকে আরও দ্রুত, সহজ এবং মজাদার করতে অ্যাপটি দারুণ একটি নতুন ফিচার পরীক্ষা করছে। নতুন এই সুবিধায় মেসেজ টাইপ করার সময় ব্যবহারকারীর লেখা শব্দ বা ইমোজির সঙ্গে মিলিয়ে স্টিকারের সাজেশন দেখাবে। এরইমধ্যে ডেভেলপার সাইট হোয়াটসঅ্যাপ বেটা ইনফো (WABetaInfo) এই ফিচারটি অ্যানড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা ২.২৫.৩৪.১১ সংস্করণে খুঁজে পেয়েছে এবং একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে, যেখানে ফিচারটির কাজের ধরন স্পষ্ট দেখা যায়।
রিপোর্টে বলা হয়েছে, কিছু বেটা ব্যবহারকারী টাইপ করা শুরু করলেই চ্যাট বারে স্টিকারের সাজেশন দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ এমনভাবে এই সুবিধাটি তৈরি করেছে, যাতে ব্যবহারকারী কোনো ইমোজি টাইপ করলেই সঙ্গে সঙ্গে সেই ইমোজির সঙ্গে মানানসই স্টিকার সাজেস্ট হয়ে যায়। এতে স্টিকার প্যানেল পুরো খুলতে হবে না এবং টাইপিংয়ের গতি অনেকটাই বাড়বে।
শুধু সাজেশনে চাপ দিলেই হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে স্টিকারটি পাঠিয়ে দেবে, যা দ্রুত উত্তর দিতে বিশেষভাবে কাজে আসবে। এই সাজেশন ব্যবস্থায় শুধু স্থির (স্ট্যাটিক) এবং চলমান (অ্যানিমেটেড) স্টিকারই দেখানো হবে যেগুলোর সঙ্গে ব্যবহার করার সময় নির্দিষ্ট ইমোজি যুক্ত থাকে। অনেক তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) স্টিকার অ্যাপ স্টিকার তৈরির সময় তিনটি পর্যন্ত ইমোজি যুক্ত করার সুযোগ দেয়, যাতে সাজেশন আরও নির্ভুলভাবে আসে। উদাহরণ হিসেবে, কোনো স্টিকারে যদি ‘হাত নেড়ে হাই’ অ্যানিমেশন থাকে, তবে সেটার সঙ্গে ‘ওয়েভ’ (হাত নাড়ার) ইমোজি যুক্ত করা হবে। ঠিক সেই ইমোজি টাইপ করলেই সাজেশন হিসেবে স্টিকারটি দেখা যাবে। হোয়াটসঅ্যাপ এই ফিচারের বিষয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে দিচ্ছে। চাইলে সাজেশন চালু রাখতে পারবেন, আবার না চাইলে সেটিংস থেকে বন্ধও করে দিতে পারবেন। কারও যদি টাইপ করার সময় সাজেশন দেখা পছন্দ না হয়, তিনি সহজেই এটি নিষ্ক্রিয় করতে পারবেন।
বর্তমানে সুবিধাটি শুধু বেটা পরীক্ষকদের জন্য চালু করা হয়েছে। হোয়াটসঅ্যাপ প্রথমে সীমিতসংখ্যক ব্যবহারকারীর হাতে ফিচারটি দিয়ে দেখে নেয় সব ঠিকমতো কাজ করছে কি না। বেটা পরীক্ষা সফলভাবে শেষ হলে খুব দ্রুতই বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য স্থায়ী আপডেট আকারে রোল আউট করা হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নতুন এই স্টিকার সাজেশন ফিচার হোয়াটসঅ্যাপের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও দ্রুত, প্রকাশক্ষম (এক্সপ্রেসিভ) এবং মজাদার করে তুলবে।