ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি প্রবাসীদের লাগেজ কাটা হয়েছে জেদ্দায়

জানালেন শাহজালালের নির্বাহী পরিচালক
সৌদি প্রবাসীদের লাগেজ কাটা হয়েছে জেদ্দায়

সম্প্রতি রাজধানীর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত কয়েকজন প্রবাসী বাংলাদেশির লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়। তবে লাগেজ কেটে মালামাল চুরি ঢাকায় নয়, জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ। রোববার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এস এম রাগিব সামাদ বলেন, সৌদি প্রবাসীর লাগেজ কাটার ঘটনা জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এখানে এমন কোনও ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, সৌদি কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে। তারা সহযোগিতা করলে খোয়া যাওয়া মালামাল ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছেঁড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হচ্ছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এটি গত ১৪ নভেম্বরের ঘটনা। সেদিন সৌদি আরব থেকে ৭৮ বাংলাদেশি নাগরিক আউট পাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগমনী এক নম্বর বেল্ট এলাকায় যখন তারা ব্যাগেজ সংগ্রহ করতে যান, তখন দেখা যায়- অধিকাংশ ব্যাগই কাটাছেঁড়া, আর ভেতরের মালামাল নেই। এ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত