
বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একই সঙ্গে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির প্রার্থী মুফতি ফয়জুল করিমকে সমর্থনের ঘোষণা দেন। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মুয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে আমরা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। তিনি আরও বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ১০ দলীয় ঐক্যজোট গঠন করা হয়েছে। আগে এটি ১১ দলীয় জোট ছিল, তবে একটি দল আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল-৫ আসন থেকে আমি প্রার্থিতা প্রত্যাহার করেছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর সমর্থক ও সংশ্লিষ্ট সবাই এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের পক্ষে কাজ করবেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে নির্বাচিত করে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবো।
উল্লেখ্য, বরিশাল-৫ আসনে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।