ঢাকা শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

২০২৬ সালের সেরা ল্যাপটপ

২০২৬ সালের সেরা ল্যাপটপ

ল্যাপটপ কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর। প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম ম্যাশেবল ২০২৬ সালের জন্য সেরা উইন্ডোজ ল্যাপটপের তালিকা প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হার্ডওয়্যার বৈচিত্র্য, তুলনামূলক সাশ্রয়ী দাম, টাচস্ক্রিন ও ওএলইডি ডিসপ্লের বিস্তৃত ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমর্থনের কারণে উইন্ডোজ ল্যাপটপগুলো এখনও ম্যাকবুকের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে অবস্থান ধরে রেখেছে।

বিশেষ করে উইন্ডোজ ১১-এ মাইক্রোসফটের এআই সহকারী কোপাইলট যুক্ত হওয়া এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স সিরিজ চিপ ব্যবহারের ফলে অনেক উইন্ডোজ ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপের দিক থেকে ম্যাকবুককেও ছাড়িয়ে যাচ্ছে।

ম্যাশেবলের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালে বাজারে থাকা সেরা উইন্ডোজ ল্যাপটপগুলো আল্ট্রাপোর্টেবল ডিজাইন, শক্তিশালী গেমিং পারফরম্যান্স, ডুয়াল-ডিসপ্লে সুবিধা এবং সহজে মেরামতযোগ্য কাঠামোর কারণে ব্যবহারকারীদের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

এই বছর উইন্ডোজ ল্যাপটপগুলো কেবল অফিস কাজ বা শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং এআই-নির্ভর কাজের ক্ষেত্রেও শক্ত অবস্থান তৈরি করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত